ষাটেও দমবে না ক্রিস গেইল

বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। 

ষাটেও দমবে না ক্রিস গেইল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৬০ বছর বয়সেও বোলারদের পিটিয়ে তুলোধুনো করতে পারবেন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ৩৯ বছর বয়স্ক বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২ সমতায় সমাপ্ত হয়েছে। ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৪২৪ রান করেছেন গেইল। হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ।

এ পথে সাজিয়েছেন রেকর্ডের পসরা। ওলটপাল্ট করে দিয়েছেন রেকর্ড বুক। দ্বিতীয় উইন্ডিজ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। শহীদ আফ্রিদিকে টপকে হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক।
দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার (৩৯) রেকর্ড গড়েছেন।

এ দানব ক্রিকেটার বলেন, ৬০ বছর বয়সেও এমন বিধ্বংসী মানসিকতা থাকবে। তখনও এভাবেই ব্যাটিং করবেন। সেই বয়সেও ছক্কা মারার ক্ষমতা ফুরিয়ে যাবে না।

গেইল বলেন, এক সিরিজে ৩৯টি ছক্কা। কম কথা নয়। এই বয়সে নিঃসন্দেহে এটি বিশাল ব্যাপার। আমার ৬০ বছর হলেও এমন মানসিকতাই থাকবে। বিশ্বসেরা যেকোনো বোলারের বিপক্ষে রান করার সামর্থ্য আমার আছে। সেটা কখনও বদলাবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর