'বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি'

ছবি সংগৃহীত

'বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদ বলেছেন, নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে গিয়ে সংসদে তিনি এসব কথা বলেন।  

সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক।  

আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।

বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পরে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে বহিষ্কার করা হয়। দলটি সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের এ কথা জানান।

 

মন্টু জানান, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সুলতান মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে। দল বহিষ্কার করায় সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর