ফিনল্যান্ড সরকারের পদত্যাগ

ছবি সংগৃহীত

ফিনল্যান্ড সরকারের পদত্যাগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সামাজিক কল্যাণের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন ও স্বাস্থ্যসেবা খাতের সংস্কারের ব্যর্থতার দায়ে ফিনল্যান্ডের পুরো সরকার পদত্যাগ করেছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা বলেছেন, যা ঘটেছে তাতে তিনি ‘ব্যাপকভাবে হতাশ’।

ফিনল্যান্ডের সামাজিক কল্যাণ ব্যবস্থার সংস্কার পরিকল্পনা রাজনৈতিকভাবে বিতর্কিত বলে এটিকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে সরকার পদত্যাগ করায় আগামী এপ্রিলে নির্বাচনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে সিপিলা সরকার।

বিরোধীরা আগে থেকেই বলে আসছিল যে, সেন্টার পার্টি নেতৃত্বাধীন সরকারের হাই-প্রোফাইল সদস্যদের পদত্যাগ করা উচিত।

কিন্তু সেন্টার পার্টির একজন সিনিয়র সদস্য আন্টি কাইককোনেন সরকারের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেন, যখন এটা স্পষ্ট হয়ে উঠলো যে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব নয়; তখন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর