‘খালেদার মতো সুবিধা পাক-ভারতে কেউ পায়নি’

হাছান মাহমুদ-খালেদা জিয়া

‘খালেদার মতো সুবিধা পাক-ভারতে কেউ পায়নি’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খালেদা জিয়া কারাগারে থেকে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা পাক-ভারতে কোনো বন্দী পায়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, রিজভী সাহেবেরা প্রতিদিন খালেদা জিয়াকে অসুস্থ বানান। অথচ তার মতো সুবিধা পাক-ভারতে কোনো বন্দী পায়নি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হ‌লে এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

ঢাকা এডিটর কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) যেভাবে সানগ্লাস চোখে দিয়ে আদালতে হাজির হন, তাতে তাঁকে কোনো অসুস্থ বলে মনে হয় না।

‘বিএন‌পি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পালিয়েছিলেন। আবার উপজেলা নির্বাচনে পালিয়েছেন।

তাহলে তারা জনগণের কাছে কীভাবে যাবেন এবং থাকবেন? তাদেরকে জনগণ প্রত্যাখান করবে না তো যারা জনগণের সুখ-দুঃখে কাছে থাকে তাদের করবে?’

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিভিন্ন ভালো দিক তুলে ধরেন তথ্যমন্ত্রী।

‘এই যন্ত্র ব্যবহার করা হলে সবকিছুই সহজ হয়। সময় বাঁচে। কিন্তু বিএনপি ও সমমনারা বলছে অন্যকথা। তারা ইভিএম নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। ’

সাংবাদিকদের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সমাজের বিবেক, রাষ্ট্রের বিবেক হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ সব কাজ সঠিকভাবে করার জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্ব বহন করে। দেশ, সমাজ এবং জনগণকে সঠিকভাবে পরিচালনার জন্য সচেতন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অর্থবহ। কারণ সঠিক খবর প্রকাশিত না হলে সরকার ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। ’

‘সরকার সব সময় শতভাগ সঠিকভাবে কাজ করবে এটা ঠিক না। অতীতেও কোনো সরকার পারেনি এবং বর্তমান সরকারও পারবে বলে মনে হয় না। ভবিষতেও কোনো সরকার সঠিকভাবে সবকিছু করতে পারবে না। ভুলত্রু‌টি থাকবেই। ’ বলেন হাছান মাহমুদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর