অস্ট্রেলিয়ায় ইসলামিক বাংলা কনসার্ট

ইসলামিক বাংলা কনসার্ট

অস্ট্রেলিয়ায় ইসলামিক বাংলা কনসার্ট

মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো হতে যাচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ‌‘ডিভাইন মেলোডিজ-২০১৯’। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান নিয়ে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পসির অরিয়ন ফাংশন সেন্টারে আগামী ৩১ মার্চে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। প্যান প্যাসিফিক ভিশন আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় অস্ট্রেলিয়া মাতাতে বাংলাদেশ থেকে আসবে কিংবদন্তীর লোকসঙ্গীতশিল্পী মরহুম আব্বাসউদ্দীন আহমেদের ছেলে, সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী।

আরও অংশগ্রহণ করবেন সাবেক বিটিভির সংবাদ উপস্থাপক সাইফুল্লাহ মানসুর এবং বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক গানের সুরকার গীতিকার শিল্পী মশিউর রহমান। অস্ট্রেলিয়ায় এই প্রথম ইসলামিক সংস্কৃতিক সন্ধ্যা সিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে অনেক উৎসাহ দেখা যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা অনেক কনসার্ট দেখেছি কিন্তু এই প্রথম ইসলামিক কনসার্ট হবে শুনে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আয়োজক কমিটি মনে করেন যেহেতু বাংলাভাষীদের প্রথম ইসলামিক অনুষ্ঠান হবে সেহেতু অনেক বেশি প্রবাসী বাংলাদেশি উপস্থিত হবে।

ইসলামিক সংস্কৃতিক সন্ধ্যার মূল্য ধরা হয়েছে ২৫ ডলার। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী জায়েদ হাসনাইন, মাহসিন প্রমুখ অংশ নেবে।   

(নিউজ টোয়েন্টিফোর/মাসুম/তৌহিদ)

সম্পর্কিত খবর