‘দাঁড়িয়ে থাকা’ ইউএস-বাংলাকে বাংলাদেশ বিমানের ধাক্কা

ক্ষতিগ্রস্ত বিমান। (সংগৃহীত ছবি)

‘দাঁড়িয়ে থাকা’ ইউএস-বাংলাকে বাংলাদেশ বিমানের ধাক্কা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সকালে জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল। এ সময় জেদ্দার উদ্দেশে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।

এতে বিমানে ক্ষতি হয়। পরে ৭৭৭ বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি বলেন, বেশ কিছুক্ষণ পর যাত্রীবাহী ওই ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ দুঘর্টনার পর বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর