‘ছাত্রলীগকে বিশ্বাস করা টাফ’

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে জড়িয়ে ধরেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন

‘ছাত্রলীগকে বিশ্বাস করা টাফ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শপথ নিলেও আদালতের নির্দেশনা অনুযায়ী পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

সব পদেই পুনঃনির্বাচনের দাবি জানিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে, তখন বুকে টেনে নেয়। আবার যখন মনে করে আমরা শত্রু, তখন মার দেয়। তাদের মুখে মধু অন্তরে বিষ।

তাদের বিশ্বাস করাটা খুব টাফ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কথা বলেন নুর।

কোটা সংস্কার আন্দোলনের এ নেতা আরও বলেন, গতকালও (সোমবার) আমরা দেখেছি। রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাকে মেরেছে।

গত ৩০ জুন লাইব্রেরির সামনে তারা মেরেছিল আমাকে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আজও আমি যখন টিএসসিতে এসেছি তারা আমাকে ধাওয়া দিয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুর বলেন, আমরা চেয়েছিলাম একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হোক। কিন্তু বিভিন্ন অনিয়ম কারচুপির কারণে আমাদের সেই আশা পূরণ হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর