শাহজালালে ইউএস-বাংলার বিমানের জরুরি অবতরণ

ছবি সংগৃহীত

শাহজালালে ইউএস-বাংলার বিমানের জরুরি অবতরণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।  

সূত্রে জানা গেছে, ড্যাশ এইট কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটির পেছনের একটি চাকা ফেটে যাওয়ায় আজ বুধবার দুপুরে জরুরি অবতরণ করে।  

তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, উড়োজাহাজটি কক্সবাজার থেকে ওড়ার পর পাইলট কিছু একটা ত্রুটি দেখতে পান। পরে তিনি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে বিষয়টি জানান।

তিনি বলেন, বিষয়টি বড় কোনও ইস্যু না। এটি স্বাভাবিক ঘটনা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। আমাদের নিয়মিত ফ্লাইটগুলো চলছে।

 

‘যে ফ্লাইটটির জরুরি অবতরণ করানো হয়েছে, সেটিও আগামী এক ঘণ্টার মধ্যে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে। ’
 
তিনি বলেন, দুপুরের দিকে পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করান শাহজালাল বিমানবন্দরে। পরে যাত্রীরা নিরাপদে যার যার গন্তব্যে চলে যান।

তবে কক্সবাজার থেকে আসা ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিক জানা যায়নি।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর