নির্বাচনে তিন জেলায় সেনা মোতায়েন করা হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নির্বাচনে তিন জেলায় সেনা মোতায়েন করা হবে: ইসি সচিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, মার্চের ১৮ তারিখের উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে কারও বিন্দুমাত্র গাফিলতি থাকে আর তা যদি কমিশনের নলেজে আসে তাহলে কমিশন কাউকে ছেড়ে কথা বলবে না।

আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
ইসি সচিব জানান, কক্সবাজার সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের ক্ষেত্রেও সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

 
আজকেই বুধবার চিঠি যাচ্ছে। সেখানে প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী থাকবে। নির্বাচন কমিশনেরও প্রচুর সংখ্যক কর্মকর্তা থাকবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বা আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন তাদের কোনও ধরনের আইনের ব্যত্যয় ঘটলে, নির্বাচন কমিশন যেকোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে।  

সভায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, র‌্যাব-পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর