পাক-চীন জেএফ-১৭ যুদ্ধবিমানের উন্নয়ন ঘটাচ্ছে, চিন্তায় ভারত

জেএফ-১৭ যুদ্ধবিমান

পাক-চীন জেএফ-১৭ যুদ্ধবিমানের উন্নয়ন ঘটাচ্ছে, চিন্তায় ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীন এবং পাকিস্তান যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান নির্মাণ করেছে। এ যুদ্ধবিমানের বর্তমান সংস্করণকে ভারতের বিরুদ্ধে আকাশ যুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। এ বিমানটি দক্ষিণ কোরিয়ার তৈরি এফ-৫০ যুদ্ধ বিমানের সমতুল্য বলা হচ্ছে।

নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নামে পরিচিত কাশ্মীর সীমান্তে হয়েছিল এ আকাশযুদ্ধ।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে- জেএফ-১৭ বিমানের প্রধান নক্সাবিদ এবং চীনের আইন প্রণেতা ইয়াং বলেছেন, জেএফ-১৭ ব্লক-৩ নামের নতুন বিমানের উন্নয়ন এবং একই সঙ্গে উৎপাদনের কাজ একযোগে শুরু হয়েছে।

জেএফ-১৭'এর কোনো উন্নয়ন ঘটানোর সঙ্গে সঙ্গে তা বিমানটির প্রধান অবকাঠামোর মধ্যে প্রায় তাৎক্ষণিক ভাবে জুড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

তিনি আরো জানান, আধুনিক যুদ্ধের অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে জেএফ-১৭'র উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় কাজ করা হবে বলে জানান তিনি।

এক ইঞ্জিনের জেএফ-১৭ বিমানের বর্তমান সংস্করণ ভারতের তৈরি তেজস এবং দক্ষিণ কোরিয়ার তৈরি এফ-৫০ যুদ্ধ বিমানের সমতুল্য বলে খবরে উল্লেখ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর