যশোরে সন্ত্রাসীদের হামলায় ওয়েল্ডিং শ্রমিক নিহত

শ্রমিক নিহত

যশোরে সন্ত্রাসীদের হামলায় ওয়েল্ডিং শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি

যশোরে সন্ত্রাসীদের মারপিটে আহত ওয়েল্ডিং শ্রমিক সাজু চৌধুরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার রাতে তার উপর সন্ত্রাসী হামলা করা হয়। নিহত সাজু শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার স্বপন চৌধুরীর ছেলে।

 

বাবা স্বপন চৌধুরীর অভিযোগ, পুলিশ লাইন টালিখোলায় ভাই ভাই নামে তার একটি ওয়েল্ডিং কারখানা আছে। তার দুই ছেলে ওই কারখানাটি চালায়। যশোর জেলা ছাত্রলীগের এক নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বুধবার রাতে জিসানের নির্দেশে পাভেল, রাব্বি, জনিসহ ৮/১০জন ক্যাডার সাজু উপর হামলা করে।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজুর বড় ভাই রাজু চৌধুরী জানান, বুধবার রাতে সাজু ওষুধ আনার জন্য চুয়াডাঙ্গা স্টান্ডে যায়। এসময় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর