নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ৬, অক্ষত তামিমরা

আহতদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ৬, অক্ষত তামিমরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা ওই মাঠে অনুশীলনে করছিলেন।

অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন।

মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। খেলোয়াড়রা সেখানে গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে।

হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যমের খবর।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন ইএসপিএন’র এক সাংবাদিক।

নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে, মসজিদের ভেতরে ঢুকে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময়ই বন্দুরকধারী এলোপাতাড়ি ‍গুলি চালায়। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালান। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।  

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গুলিতে বেশকয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ভিন্ন আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে চিকিৎসাধীন অবস্থায় ‍গুলিবিদ্ধ ছয় জন মারা গেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর