ক্রাইস্টচার্চে গুলিবিদ্ধ তিন বাংলাদেশি

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা

ক্রাইস্টচার্চে গুলিবিদ্ধ তিন বাংলাদেশি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে বহু হতাহত হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।  

গুলিবিদ্ধদের সার্বিক খোঁজখবর রাখছে নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুম্মার নামাজের সময় আল নূর নামের ক্রাইস্টচার্চের ওই মসজিদে বন্দুকধারী হামলা চালায়।

সন্ত্রাসী হামলায় মসজিদের ২৭জন নিহত সহ অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এসময় লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তাঁরা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন।
বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা এ সময় দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। হামলার পর ওই বন্দুকধারী জানালার কাঁচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। বন্দুকধারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর