দুই ক্ষেপণাস্ত্রের জবাবে গাজার ১০০ স্থানে হামলা

বোমা হামলা

দুই ক্ষেপণাস্ত্রের জবাবে গাজার ১০০ স্থানে হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা থেকে ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্রের জবাবে ১০০ স্থানে বোমা ফেলেছে ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় গাজার শতাধিক স্থানে এ বোমা হামলা চালায়। তবে ইসরাইলে কোনো হামলা করা হয়নি বলে দাবি করে গাজা।

শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে।

জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।  

কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর