‘হাততালি ও রেটিং পেতে মুসলিমদের দায়ী করি’

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

‘হাততালি ও রেটিং পেতে মুসলিমদের দায়ী করি’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় টুইট করেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
বলেছেন, মানুষের জীবন নিয়ে রাজনীতি করা পছন্দ করি না।

ঘটনার পরদিন শনিবার এমন কথাই টুইটারে লিখেছেন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ঘটনায় সরব হওয়া সাবেক এই ক্রিকেটার।

লিখেছেন, ‘ক্রাইস্টচার্চে এই হামলার জন্য আমরা এবং আমাদের একটি বড় অংশ দায়ী।

সোশ্যাল মিডিয়ায় সংখ্যাগুরুদের হাততালি পেতে আর মিডিয়ার রেটিং বাড়ানোর জন্য আমরা সবসময় মুসলিমদের অত্যাচারী হিসেবে তুলে ধরি!’

‘ক্রাইস্টচার্চে হামলার পর ইতোপূর্বে মুসলিম জঙ্গিদের দ্বারা সংঘটিত বিভিন্ন নৃশংস হামলাকে দায়ী করছে একটি পক্ষ। আরেক পক্ষ ইহুদি-খ্রিস্টান বিদ্বেষের ধোয়া তুলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ’

‘খুব কম মানুষই বলছে, ক্রাইস্টচার্চে ৪৯জন মানুষ নিহত হয়েছেন। তারা যে ধর্মেরই হোন, তাদের বড় পরিচয় মানুষ।

গৌতম গম্ভীরের শেষ কথাটায় এটাই বড় হয়ে উঠেছে, ‘আমার কাছে ধর্মনিরপেক্ষতাই হলো আসল গণতন্ত্র। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর