পাকিস্তানে ঢুকতেই ভারতীয় ড্রোন ভূপাতিত

ভারতের ভূপাতিত বিমান

পাকিস্তানে ঢুকতেই ভারতীয় ড্রোন ভূপাতিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবার ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তানের সামরিক বাহিনী। পাক নিয়ন্ত্রণ রেখার কাছে আসা মাত্রই এ ড্রোন ভূপাতিত করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়েছে, পাকিস্তানের রাখচিকরি সেক্টরের ১৫০ মিটার ভেতরে ঢুকে পড়ার পর ভারতের ড্রোনটি ভূপাতিত করা হয়। রাখচিকরি সেক্টরে পাক বাহিনীর ব্যাপক ও শক্তিশালী উপস্থিতি রয়েছে।

আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় ঘটনাটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের বিশেষ পুলিশ ফোর্স সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হওয়ার পর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। পাকিস্তান তা অস্বীকার করে এবং ঘটনা তদন্তে সহায়তার জন্য ভারতেকে প্রস্তাব দেয় ইমরান খানের সরকার। কিন্তু ভারত ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়।

এক পর্যায়ে পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং পাইলট অভিনন্দনকে আটক করে। পরে তাকে আটক পাইলটকে ফেরত দিয়ে কূটনৈতিকভাবে প্রশংসা অর্জন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর