‘পোস্টারে শুধু বঙ্গবন্ধুর সঙ্গে ছবি টাঙ্গালেই চলবে না’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

‘পোস্টারে শুধু বঙ্গবন্ধুর সঙ্গে ছবি টাঙ্গালেই চলবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিলবোর্ড বা পোস্টারে বঙ্গবন্ধুর সঙ্গে ছবি টাঙ্গালেই চলবে না, তাকে হৃদয়ে ও চেতনায় ধারন করতে হবে। এমন কথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাতীর পিতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরতে পারে না, বঙ্গবন্ধু প্রতি মুহুর্তেই আমাদের সাথে আছে।

বঙ্গবন্ধুর চেতনাকে বাংলার মানুষ ও আওয়ামী লীগ ধরে রেখেছিল বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এমপি, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর