জাল ভোট দেওয়ায় নৌকা প্রতীকের কর্মী আটক

পীরগাছা উপজেলার জমানবিশ বালিকা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্র

জাল ভোট দেওয়ায় নৌকা প্রতীকের কর্মী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রংপুরের ৬ উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি একেবারে কম। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু তিন ঘণ্টা অতিবাহিত হলেও রংপুরের বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।

দীর্ঘ কোন লাইন চোখে পড়েনি।

তবে বদরগঞ্জ, পীরগঞ্জ ও পীরগাছায় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

জাল ভোট দেওয়ার অভিযোগে পীরগাছা পারুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে নৌকা প্রতীকের এক কর্মীকে আটক করেছেন পুলিশ। পীরগাছা সরকারী কলেজে লাঙ্গল প্রতীতের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন লাঙ্গল প্রার্থী।

পীরগাছা ইসাদ ফকিরটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, মহিলা ভোটারদের সংখ্যা একটু লক্ষ করা গেছে।

পীরগাছা জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহামুদুল হক জানান, ভোটাররা বিচ্ছিন্নভাবে দুই একজন এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি।

আজ রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলাতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গঙ্গাচড়া ও কাউনিয়াতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রাথমিকভাবে জয়ী হয়েছেন।

রংপুরের রিটানিং কর্মকর্তা ও সিনিয়র অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, ভোটার উপস্থিতি কম হলে করার কিছু নাই। তবে ভোট সুষ্ঠু হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর