তিন ডাকাতকে চিনলেন রোজী সিদ্দিকী

রোজী সিদ্দিকী

তিন ডাকাতকে চিনলেন রোজী সিদ্দিকী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শুটিং শেষে বাসায় ফেরার পথে ডাকাতের কবলে পড়েছিলেন অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী। রোববার রাতে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা তার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কস্টিউম এর ব্যাগসহ টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে
রূপনগর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বর্ণনার বরাত দিয়ে থানার ওসি শেখ মো. শাহ আলম জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি শুটিং শেষে নিজের গাড়িতে মিরপুর বেড়িবাঁধ দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন।

গাড়িটি পঞ্চবটী এলাকায় এলে হঠাৎই বিকট একটি শব্দ হয়। গাড়িতে কোনো সমস্যা হলো কি না, তা দেখতে চালক লিটন মৃ গাড়ি থামিয়ে নামার সঙ্গে সঙ্গে চারজন রামদা নিয়ে তাঁকে ঘিরে ধরেন। তাঁরা লিটনের মুঠোফোন, মানিব্যাগ, লাইসেন্স কেড়ে নেন। এরপর রোজী সিদ্দিকীকে নামিয়ে তাঁর হাতের হীরার আংটি, কানের দুল, নাকফুল, মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেন ডাকাতেরা।

পরদিন রোববার তিনি রূপনগর থানায় মামলা করতে গিয়ে ছবি দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা হলেন সুমন মিয়া (২৭), মো. সোহেল (২৪) ও রাজন খান (২৭)। তাঁদের সঙ্গে আরেকজন ছিল, যাকে তিনি শনাক্ত করতে পারেননি।

তাঁদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে বলে জানান ওসি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর