শিশু বলাৎকারের শাস্তি ১১ বছরের কারাদণ্ড

বলাৎকার

শিশু বলাৎকারের শাস্তি ১১ বছরের কারাদণ্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাবনার ফরিদপুরে এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। পরে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রোস্তম আলী এ রায় ঘোষণা দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শামীম হোসেন (২২)।

তিনি পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া এলাকার ইজিবর হোসেনের ছেলে।
 
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ১৮ মার্চ ফরিদপুর উপজেলার মৃধাপাড়ার নয় বছরের এক শিশুকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে বলাৎকার করেন শামীম। ঘটনার পর ওই শিশুর বাবা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখওয়াত হোসেন ২০১৬ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামি শামীমের বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সালমা আক্তার শিলু আর আসামি পক্ষে ছিলেন জাফর আলতাফ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর