পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের, ক্ষুব্ধ ভারত

পাক-ভারত সীমান্তে গোলাগুলি

পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের, ক্ষুব্ধ ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এ  প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন।

চীনের এ ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছে ভারত ও আমেরিকার।

ভারতীয় গণমাধ্যমে এমন খবরই প্রচার করা হয়।

গণমাধ্যম মহানগর ডট.কমে বলা হয়, মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় ওয়াং ওয়াই সাফ জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে সবরকম সাহায্য করবে চীন।

চীনের এমন সাহায্যের জন্য যে পাকিস্তানের মুখে হাসি ফুটেছে তা নিঃসন্দেহে বলাই চলে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের সংকটকালীন পরিস্থিতিতে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানা গেছে।

এই ঘটনায় পাকিস্তানের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ আচরণের আবারও একবার পরিচয় পাওয়া গেল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর