ব্যাংকের টাকা আত্মসাত, জামিনদার কারাগারে

ব্যাংকের টাকা আত্মসাত

ব্যাংকের টাকা আত্মসাত, জামিনদার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রূপালী ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ঋণের জামিনদার শেখ মনিরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় ব্যংকের ঋণ কর্মকর্তা নীল কমল মিত্র ও ঋণগ্রহীতা শ্যামা প্রসাদ ঘোষকে আসামি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১০ সালে ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজসে নগরীর কালিবাড়ি রোডের জেএস ট্রেডিংয়ের মালিক শ্যামা প্রসাদ ঘোষ ভুয়া সম্পত্তি জামিন রেখে ১৫ লাখ টাকা ঋণ নেয়। ওই ঋণের জামিনদার ছিলেন মনিরুজ্জামান খান। পরে ঋণের টাকা পরিশোধ না করায় ২০১৫ সালের ২৮ মে খুলনা থানায় মামলা হয়। দুদক এই মামলায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর