সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য ১ টাকায় খাবার

সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য ১ টাকায় খাবার

ইমন চৌধুরী, পিরোজপুর

পিরোজপুরে শিক্ষার্থীদের উদ্যেগে দরিদ্র,সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য আয়োজন করা হয়েছে এক টাকায় দুপুরের খাবার। শুক্রবার পিরোজপুর শহরে জুমার নামাজের পরে এ কর্মসূচির উদ্বোধন করে আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কিছু শিক্ষার্থী।

এ সময় আব্দুল্লাহ আল মামুন জানান, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পথ শিশুরা সব সময় খাবার খেতে পায় না। আমরা রাস্তায় বের হলেই দেখি পথ শিশুরা হাত পাতে খাবারের টাকার জন্য।

তাই আমরা বন্ধুরা মিলে উদ্যোগ নিয়েছি একবেলা হলেও ওদের মুখে খাবার দেব। শিক্ষার্থীরা এক টাকার বিনিময় খাবার বিক্রির বিষয় জানান, আমরা তাদের ১ টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবারটা তারা ফ্রি পেয়েছে বা তাদের ভিক্ষা দেওয়া হচ্ছে।  

এই টাকা টা নেওয়ার জন্য তারা ফিল করবে যে তারা খাবার কিনে খাচ্ছে। আমরা এ কর্মসূচি প্রতি শুক্রবার দুপুরে আয়োজন করব।

এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর