রাঙামাটিতে মিয়ানমারের সিগারেট, আটক ১

মিয়ানমারের সিগারেট

রাঙামাটিতে মিয়ানমারের সিগারেট, আটক ১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে মিয়ানমারের সিগারেট অবৈধভাবে বাজারজাতের অভিযোগে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের নাম- কালাবরণ চাকাম (৪৫)।

শনিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার খেদারমার ইউনিয়নে শান্ত কুমার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা বাজারে কালাবরণ চাকমা মিয়ানমারের সিগারেট অবৈধভাবে বাজারজাত করতে নিয়ে আসে। সিগারেটের পরিমাণ প্রায় ২ হাজার ৪০০। অবৈধ এ সিগারেটের দাম কম থাকায় বাঘাইছড়ি উপজেলায় চাহিদা বেশি। তাই বিভিন্ন চোরাই পথে কালাবরণ চাকমা ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী, বাঘাইছড়ি, বঙ্গলতলী ও খেদারমার  ইউনিয়ন এলাকায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে সিগারেটসহ আটক করে থানায় নিয়ে যায়।

বাঘাইছড়ি থানার কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বলেন, মিয়ানমারের নিষিদ্ধ সিগারেট এ উপজেলায় বাজারজাত করে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় কালাবরণ চাকমা। সে অপরাধে কালাবরণ চাকমাকে আটক করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর