সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা খুন, মানববন্ধন

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা খুন, মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তের হামলায় নিহত স্থানীয় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠক  মো. আজাদ মিয়ার খুনীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন পালন করে ‌‘জেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনটি।

মানববন্ধনে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কৃষকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সহসভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, নিহতের ভাই আফরুজ রায়হান প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/বোরহান/তৌহিদ)