বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম!

বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের শুরুতে কোন কোন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

সকাল সাড়ে ৯টার সময় শিবগঞ্জ উপজেলার জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৩২৫জন এবং দেড় ঘণ্টায় ভোট পড়ে ৬০০রও বেশি।

 

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমরান  হোসেন জানান, ভোট গ্রহণের সময় থেকেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়বে।

অন্যদিকে সকাল ১০টার দিকে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রানীহাটি উচ্চ বিদ্যালয় ও ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া জেলার ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে ভোট কেন্দ্রে উপস্থিতি কম দেখা গেছে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর