নোয়াখালীতে ‘পিটিয়ে ও গলাটিপে’ দুই গৃহবধূকে হত্যা

দুই গৃহবধূকে হত্যা

নোয়াখালীতে ‘পিটিয়ে ও গলাটিপে’ দুই গৃহবধূকে হত্যা

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর কবির হাট উপজেলার নলুয়া গ্রামে শামছুন নাহার শাকি (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবী যৌতুকের জন্য তাকে পিটিয়ে ও বিশ পান করিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

অপরদিকে চাটখিল উপজেলার সাতরা পাড়া গ্রামে আকলিমা আক্তার কাজলী (২৮) নামে এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়েছে।

নয় বছর আগে সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের প্রবাসী আবদুল কাদেরের মেয়ের সঙ্গে বিয়ে হয়। তাদের পরিবারে একটি সন্তান রয়েছে।

কবিরহাটে নিহত শামছুন নাহার শাকির ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বারবার আমার বোনকে মারধর করে। আমরা ধাপে ধাপে ১০ লাখ টাকা দিয়েছি।

একইভাবে শনিবার রাতে আমার বোনকে মারধর ও নির্যাতন করে মুখে বিষ ঢেলে হাসপাতালে ভর্তি করে তারা পালিয়ে যায়। রোববার সকালে সে মারা যায়।

১৫ বছর আগে ঘোষবাগ ইউনিয়নের পুর্ব লামছি গ্রামের সিরাজমিয়ার মেয়েকে নলুয়াগ্রামের মৃত খুরশিদের ছেলে আবদুস সাত্তার বিয়ে করে।

পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানান, তদন্ত করে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর