খুলনায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজ সভা

নির্মাণ শ্রমিকদের নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজ সভা

খুলনায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজ সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নির্মাণ শ্রমিকদের নিয়ে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজ সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়ার জনতা আমভিটার মনোরম পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ সভার আয়োজন করা হয়। জনতা সিমেন্ট এজেন্সীর ভাইস প্রিন্সিপাল মো. সাদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম (সাউথ উইং) খন্দকার তাজরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজার মো. নুরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার সামসুদ্দিন আলম, খুলনার এরিয়াসেলস ম্যানেজার আব্দুল মালেক দেওয়ান, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাওসার হোসেন, আর্কিটেক্ট সৈয়দ আশরাফুল আহসা শুভ ও অনিরুদ্ধ মন্ডল, মা ট্রেডার্সের পরিবেশক মো. আমিনুল ইসলাম।

রাজমিস্ত্রিদের উপস্থিতিতে সভায় কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। সভায় ৭০ জন রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। সভা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আগত নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে রাতের ভোজের আয়োজন করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর