বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

প্রতীকী ছবি

বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং ইটনা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে শহীদ মিয়া (৪২), মোজাফফর আলী (৬৫) ও রবিউল আউয়াল নামে তিন কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয় চাঁন মিয়া নামে আরেক কৃষক। এ ছাড়া মারা গেছে ২টি গরু।

বুধবার বিকেলে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া ও ইটনা উপজেলার মৃগা এলাকায় এ দু’টি বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া বরাটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। অপর দিকে মোজাফফর আলী মৃগা গ্রামের মশ্রব আলীল ছেলে।

পুলিশ জানায়, বরাটিয়া গ্রামের শহীদ মিয়া ও চাঁনমিয়া কৃষি জমিতে কাজ করছিল। দুপুর দেড়টার দিকে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান শহীদ মিয়া । গুরুতর আহত চাঁন মিয়াকো আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

এ দিকে বিকেলে হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান ইটনায় উপজেলার মৃগা গ্রামের  কৃষক মোজাফফর আলী। এ সময় তার দু’টি গরুও মারা যায়। একই সময় উপজেলার রায়টুটি এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক রবিউল আউয়ালের।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)