‘আমাকে দ্রুত বাঁচান মা’

আটকে পড়া দের নেমে আসার চেষ্টা

‘আমাকে দ্রুত বাঁচান মা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‌‘মা নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাকে দ্রুত বাঁচান’। এমন ভাবেই আর্তি জানিয়েছেন এফআর টাওয়ারের ভবনে আটকা পড়া ফাহাদ ইবনে কবীর নামে এক ব্যক্তি।

তার মা ফরিদা ইয়াসমিন এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ফোন করে ছেলে আমাকে জানান, ভেতরে আগুনের ধোঁয়ায় তার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি দম নিতে পারছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই।

তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর