আগুন নিয়ন্ত্রণ দেরি হওয়ার আরও দুই কারণ

নিহতদের মরদেহ

আগুন নিয়ন্ত্রণ দেরি হওয়ার আরও দুই কারণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর বহুতল ভবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণ না হওয়ার আরও দুই কারণ জানালেন দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার। সেই সঙ্গে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার কথাও জানান তিনি।

খুরশীদ আনোয়ার বলেন, রাজধানী বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুন নেভানোর জন্য যেসব গাড়ি প্রয়োজন সেগুলো দূর থেকে নিয়ে আসার কারণে এবং রাস্তায় যানজট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

অগ্নি নির্বাপণ ব্যবস্থার সীমাবন্ধতার কথাও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার।

বলেন, একটি বহুতল ভবনের জন্য যেরকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা, সেরকম আমরা দেখতে পাইনি।

‘আগুন রাতে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়, তবে আবার যেন আগুন ছড়িয়ে পরতে না পারে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সারারাতই ঘটনাস্থলে ছিল। ’

সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর