বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বান্দরবানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নিহত ব্যক্তি রাঙ্গামাটিতে বার্স্ট ফায়ারে সাতজন হত্যাকাণ্ডের ঘটনার প্রধান সন্দেহভাজন জ্ঞান শংকর চাকমা। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তিনি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের রাঙামাটি এলাকার প্রধান চাঁদা আদায়কারী বলে জানিয়েছে র‌্যাব-৭।

সূত্র জানায়, বাঘাইছড়ির হামলায় জড়িতরা পার্বত্য চট্টগ্রামে ব্যাপক নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযানে নামে। সন্ত্রাসীদের একটি দল একপর্যায়ে সেনা টহলের তাড়া খেয়ে পালানোর সময় র‌্যাবের পাতা ফাঁদে ঢুকে পড়ে এবং ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির মরদেহ সাতটি এসএমজি, ৪৩৭ রাউন্ড গুলি, ১১টি গুলির খোসা ও বেশ কিছু সরঞ্জামসহ নগদ চার লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)