গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী

গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে দুই কিশোরের। শুক্রবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন।

নিহতরা হলো- তাজউদ্দিন হোসেন তুহিন (১৭) ও আব্দুল্লাহ আল নোমান (১৬)। দুজনের বাসা রাজধানীর বাসাবোর ওয়াহাব কলোনি এলাকায়।

তুহিন ওয়াহাব কলোনির বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। সে কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিল।

আর কদমতলী পূর্ব বাসাবো এলাকার মো. শেখ আহমেদ মজিদের ছেলে নোমান। সে রাজধানীর ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার মোনালিসা বেগম বলেন, মোটরসাইকেলটিতে চালকসহ দুজন ছিল। তারা মোটরসাইকেল চালিয়ে উড়ালসড়ক দিয়ে খিলগাঁও হয়ে কমলাপুরের দিকে যাচ্ছিল। ১০০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেলটি চলছিল। উড়ালসড়কের ঢাল দিয়ে নামার সময় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই ছেলে ঘটনাস্থলেই মারা যায়।

‌‘দুর্ঘটনার খবর পেয়ে সবুজবাগ থানা-পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর