আগুন নেভাতে গিয়ে নিভে গেল রানার প্রাণ

ফায়ারম্যান সোহেল রানা

বনানীর আগুন

আগুন নেভাতে গিয়ে নিভে গেল রানার প্রাণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ সময় রাত দুটা ১৭ মিনিটে সোহেল শেষনিশ্বাস ত্যাগ করেন।

অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন সোহেল। গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে এফ আর টাওয়ারের আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন তিনি। একপর্যায়ে তাঁর শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন।

সেখানে আঘাতে তাঁর একটি পা ভেঙে যায়।

২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ ওই আগুন কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে ৭০ জন। এছাড়াও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনও রয়েছেন বেশ কয়েকজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর