কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত

কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলে লাগা আগুন প্রায় আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক আহমেদ জানান, সোমবার রাত নয়টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা ও তুলা থাকায় খুব কম সময়েই আগুন দুইতলা বিশিষ্ট ওই কারখানায় ছড়িয়ে পড়ে।  

এদিকে পানির সংকট থাকার কারণে পাম্প চালু করে পানি সংগ্রহ করতে দেরি হয়েছে। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন কারখানা কর্তৃপক্ষ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর