কথা শুনে সন্দেহ, রোহিঙ্গা নাগরিক ধরা

আটক রোহিঙ্গা নাগরিক ও তার সহযোগী

কথা শুনে সন্দেহ, রোহিঙ্গা নাগরিক ধরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গা নারীর নাম সুমী আক্তার (২২)।

তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শীতলাই গ্রামের সাইদুর আমিনের মেয়ে বলে পরিচয় দেন।

অপরদিকে পাসপোর্ট করতে সহযোগিতা করার অভিযোগে দবিরুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। দবিরুল ঠাকুরগাঁও জেলার কান্ধাল গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আজমল কবির জানান, বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট তৈরির ফরম ও কাগজপত্র জমা দিতে আসে নারীসহ এক যুবক। তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই নারীর ভাষা শুনে বোঝা যায় তিনি রোহিঙ্গা নাগরিক।

‌‘তাকে পাসপোর্ট করতে ঠাকুরগাঁও জেলার দবিরুল ইসলাম নামের একজন সহযোগিতা করছিলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর থানায় নিয়ে যায়। ’

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর