বিমানের চাকা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

ইউএস-বাংলার বিমান

বিমানের চাকা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবার ফাটা চাকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান। এ তথ্য নিশ্চিত করেন ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর বিমানের চাকা ফেটে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের বিএস–১৩৭ নম্বর বিমানটি।

ওই বিমানে থাকা আতঙ্কিত যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই ফ্লাইট। চাকা ফেটে যাওয়ার খবরে মাঝ আকাশে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মুহূর্তে বিমানটির চাকা ফেটে যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর