সমকামিতার বিরোধিতা করায় স্কুল শিক্ষিকা বহিষ্কার

সমকামিতার বিরোধিতা করে প্রতিবাদ

সমকামিতার বিরোধিতা করায় স্কুল শিক্ষিকা বহিষ্কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সমকামিতার বিরোধিতা করে শিক্ষা দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটেনের এক স্কুল শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে।

ক্রিস্টি হিগস নামের এ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি অনলাইনে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন।

ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান এ খবর প্রচার করে।

হিগস দক্ষিণ ইংল্যান্ডের গ্লুচেস্টশায়ারের ফারমার্স স্কুলে শিক্ষকতা করেন।

রিপোর্টে বলা হয়, ৪৩ বছর বয়সী স্কুল শিক্ষিকা ক্রিস্টি হিগসকে মাধ্যমিক বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি নিজের ফেইসবুক পেইজে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। ব্রিটিশ সরকার দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেছে তার বিরুদ্ধে অভিভাবকদের সংগঠিত করার চেষ্টা করছিলেন হিগস।

হিগসের বিরুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি রিপোর্ট করলে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়।

ব্রিটেনের বহু অভিভাবক সমকামিতা শিক্ষাদানের কথা জেনে স্কুল থেকে নিজেদের শিশুদের প্রত্যাহার করে নিচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর