কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

সংগৃহীত ছবি

কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস, দোকান ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ডুবাইর বাজারে বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।  

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামের লোকজন ৩০/৪০টি মোটরসাইকেলযোগে এসে তার ডুবাইর বাজারের প্রধান নির্বাচনী অফিসে হামলা চালায়। তারা নির্বাচনী অফিসসহ পার্শ্ববর্তী কয়েকটি দোকানঘর ও নির্বাচনী কাজে ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।

 

এ সময় অফিসে অবস্থান করা অন্তত ছয়জন কর্মী আহত হয়। তিনি আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।  

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামকে পাওয়া যায়নি।  

সম্পর্কিত খবর