দেশে ভোটার এখন ১০ কোটি ৪১ লাখ : ইসি

দেশে ভোটার এখন ১০ কোটি ৪১ লাখ : ইসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশে ভোটার সংখ্যা এখন ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। আগামী একাদশ নির্বাচনে ভোট দিবেন এসব নাগরিকরা।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকালে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, এবার ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন।

বর্তমানে মোট ভোটার সংখ্যার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ এবং ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৩ জন নারী রয়েছে।  

সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য প্রতি বছর ৩১ জানুয়ারি দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

গত বছর ১৭ লাখ ৪৮ হাজার ৯৯৩ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেকোনো যোগ্য নাগরিক ভোটার হতে পারবেন।

তফসিল ঘোষণার পরও ভোটার হওয়া যাবে। সে ক্ষেত্রে কমিশনের অনুমতি লাগবে বলে জানান হেলালুদ্দীন আহমদ।

সম্পর্কিত খবর