বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫০

সংগৃহীত ছবি

বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫০

নিউজ ২৪ ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে একটি মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মাজহারুল হক।

নিহতরা হলেন মুককান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কবির মিয়া আখুঞ্জি (৫৫) ও একই গ্রামের মতিন মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার জুম্মার নামাজে দু'গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়।

এরই জের ধরে শনিবার সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পরে তারা।

এ ঘটনায় আহতদের মধ্যে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মিয়া এবং সিলেটে নেওয়ার পথে মতিন মারা যান।