'বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের ইচ্ছা নেই সরকারের'

'বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের ইচ্ছা নেই সরকারের'

নিউজ ২৪ ডেস্ক:

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতি করতে হলে সাহস থাকতে হয়। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন তিনি।

রোববার সকালে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একদিনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দেশে প্রথমবারের মতো এই কার্যক্রমের উদ্বোধন করা হলো।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের ব্যাপারটা তো সেটা তিনি মামলার মুখোমুখি হচ্ছেন না। সাড়ে আট বছর ধরে দেশের বাইরে আছেন। আমার মনে হয়, রাজনীতি করতে হলে সাহস থাকা উচিত।

আমি আমার দেশেই রাজনীতি করব। জেল খাটতে হলে জেলে যাব। মামলা আসবেই। রাজনীতি করতে হলে মামলা আসবেই। সরকারে থেকেও আমাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। ইনক্লুসিভ ইলেকশন হবে, এটা আমরা চাই। বিএনপি একটা বড় দল। তাদের বাদ দিয়ে ইলেকশন করব, ফাঁকা মাঠে গোল দেবো—এ রকম কোনো চিন্তা আমাদের নেই। আমরা চাই বিএনপিও মাঠে আসুক। ’

এ সময় আরেক প্রশ্নের জবাবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারি দলের নেতাদের সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ ঠিক নয় বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।