তিস্তার বন্যায় রেললাইনে ভাঙন, ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

তিস্তার বন্যায় রেললাইনে ভাঙন, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ২৪ ডেস্ক

পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে লালমনিরহাটের রেললাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট-বুড়িমাড়ী রেললাইনের ১০ ফিট নিচের অংশ ভেঙে ঢাকা-লালমনিরহাট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার সকালে তিস্তা ব্যারেজের বাম দিকে ফ্লাট বাইপাস ভেঙে পানি ঢুকতে শুরু করে হাতিবান্ধা উপজেলা শহরে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভারী বর্ষণ ও উজানের ঢলে রবিবার সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এছাড়া হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সঙ্গে খানের বাড়ি যাওয়ার একমাত্র পাকা রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভাসহ জেলার ৪৫টি ইউনিয়নের প্রায় ২ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর