ভারতে পালানোর সময় হিন্দু যুবক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ভারতে পালানোর সময় হিন্দু যুবক গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়ার সময় জুয়েল চন্দ্র শীল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পলাতক আসামী তিনি।

জুয়েল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ফেনী সদর থানায় জুয়েল চন্দ্র শীলের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য রেড এলার্ট জারি করে পুলিশ। মামলার ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, তাকে দীর্ঘদিন গ্রেপ্তারর করতে না পেরে দেশের সকল ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়। আদালতের মাধ্যমে তাকে ফেনীতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান বলেন, জুয়েল চন্দ্র শীলকে শনিবার সকালে যশোর আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত খবর