বগুড়ায় দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ম্যাপ

বগুড়ায় দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বগুড়া শহরের টিনপট্টি ও নন্দীগ্রামে ট্যাবলেট খেয়ে দুই এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতর হলো, বগুড়া শহরের টিনপট্টি এলাকার ব্যবসায়ী এমদাদুল হক মাসুমের দ্বিতীয় ছেলে ফারদিন (১৬) ও নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের কাদের আলীর ছেলে মানিক মিয়া (১৬)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক মিয়া কোষাশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হলে মানিক অভিমান করে অনেকগুলো গ্যাসের ট্যাবলেট খায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

অপরদিকে ফারদিন বগুড়া সেন্ট্রাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে শনিবার বাবার সঙ্গে মসজিদে ফজরের নামাজ আদায় করে।

পাশেই বাড়িতে ফেরার পর সে বমি করতে থাকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বেলা ১০টার দিকে ফারদিন মারা যায়।

সদর থানার এসআই জিয়া জানান, ফারদিন লেখাপড়ায় অমনোযোগী ছিল। এ নিয়ে বাবা-মা শাসন করলে সে গ্যাসের ট্যাবলেট খেয়েছিল।

উভয় ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

সম্পর্কিত খবর