রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফাইল ছবি

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফারুক হোসেন (৩০)।

তিনি বাসের চালক ছিলেন বলে জানাগেছে। ফারুক গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। গোদাগাড়ী পৌরসভার কামারপাড়া বাজারে বাসটির সঙ্গে ‘অনিক পরিবহন’ নামে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হাতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর ব্যক্তিও এই বাসের যাত্রী। তার পরিচয় যানা যায়নি।

পরিদর্শক আলতাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাস দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।