খাগড়াছড়িতে গোলাগুলি, ইউপিডিএফ কর্মী নিহত

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে গোলাগুলি, ইউপিডিএফ কর্মী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় দুপক্ষের গোলাগুলিতে সাইন চাকমা ওরফে সুপার (২৩)  নামে এক ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন বলে দাবি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালার জামতলির ছাত্রাবাস এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি শামছুদ্দিন ভুইয়া বলেন, সকালের দিকে দীঘিনালার দুর্গম এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।

এর আগে রাঙাপানিছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী দিলীপ কুমার চাকমা নিহত হন।

 

সম্পর্কিত খবর