মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়রসহ ৩০জন

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়রসহ ৩০জন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যার কথা শুনতে চলছিল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান। নাগরিকদের বিভিন্ন সমস্যা শুনে উত্তর দিচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। হঠাৎ ভেঙে পড়লো মঞ্চ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর পরিবাগ নালিপারায় (পরিবাগ মসজিদ সংলগ্ন দক্ষিণ গেটে) এ ঘটনা ঘটে।

মেয়র ছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশ্নের উত্তর দেয়ার সময়ই হঠাৎ ভেঙে পড়লো মঞ্চ। এসময় মেয়রসহ মঞ্চে উপস্থিত প্রায় ৩০-৩৫ জন নিচে পড়ে যান।  তবে কেউ আহত হননি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার কিছু সময় পরে এ ঘটনা ঘটে।

পড়ে যাওয়া থেকে উঠে দাঁড়িয়ে মেয়র সাঈদ খোকন বলেন, আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি হয়নি। সবাই ভালো আছেন।  

তিনি বলেন, যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে তাই আজ আর দুই-একটি প্রশ্ন নিয়েই অনুষ্ঠান শেষ করে দেব।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছিল। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ছিল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ এ অনুষ্ঠান।

সম্পর্কিত খবর