আজ ঢাকায় যেসব আয়োজন

প্রতীকী ছবি

আজ ঢাকায় যেসব আয়োজন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ শুক্রবার ২ মার্চ, ২০১৮। ছুটির দিনটি পালনে নানাজনের রয়েছে নানা ভাবনা। কেউ পরিবার নিয়ে ঘুরতে বের হবেন, কেউ হয়ত সিনেমা দেখে কাটিয়ে দেবেন, কেউ ঘরের জমানো কাজগুলো শেষ করবেন, আবার কেউ হয়ত এখনো ঠিক করতে পারেননি কীভাবে দিনটা পার করবেন। আজকের দিনে ঢাকায় রয়েছে নানা আয়োজন।

এসব আয়োজন ঘিরেও দিনটা কাটানোর পরিকল্পনা করতে পারেন। দিনটি কাটাতে পারেন ঢাকার নানা প্রান্তে হওয়া একক ও যৌথ শিল্প প্রদর্শনীগুলো দেখে, আবার দিনশেষে দেখতে পারেন ঢাকা থিয়েটারের বিনোদিনী। আসুন জেনে নেই আজকের ঢাকার নানা আয়োজন সম্পর্কে-

ইম্মেনসিটি: গ্রুপ আর্ট এক্সিবিশন 
স্থান: আবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস, এজে হেইটস, বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ
সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা

দ্য রেড থ্রেড অব বাংলাদেশ: কাঁথা প্রদর্শনী
আয়োজক: এজ, কান্ট্রিইয়ার্ড
স্থান:  দ্য কোর্টইয়ার্ড বে’স পার্ক হেইটস, কলাবাগান, ধানমন্ডি
সময়:  সকাল ১০টা থেকে রাত ৮টা

যাত্রা বিরতি লাইভ পারফরমেন্স
আয়োজক: যাত্রা
অংশগ্রহণকারী দল: ব্লান্ডারওয়ার, সন্ধি, মিলিপুট
স্থান: যাত্রা, বনানী

সোলো আর্ট এক্সিবিশিন
শিল্পী: কারু তিতাস
স্থান: শিল্পজ্ঞান গ্যালারি, বাসা-৭, রোড-১৩(নতুন), ধানমন্ডি
সময়: বিকাল ৩টা থেকে রাত ৮টা

নাটক ‘বিনোদিনী’
আয়োজক:  ঢাকা থিয়েটার
স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সময়: সন্ধ্যা ৭টা

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর