চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতীকী ছবি

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ শনিবার সকাল পৌনে সাতটায় উপজেলার গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তাঁর নাম আলী আকবর (২২)। বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন (৩০), গোফরান (২৫), নূরুল ইসলাম (২২) ও নূরুল ইসলাম (১৮)। তাদের সবার বাড়ি উখিয়ায়।
 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস যাচ্ছিল। পেছনে ছিল আরেকটি মাইক্রোবাস। বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী আরেকটি মাইক্রোবাস আসছিল। প্রথমে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের আংশিক সংঘর্ষ হয়। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি রাস্তায় দাঁড়িয়ে যেতে সক্ষম হলেও মাইক্রোবাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাসের পেছনে থাকা মাইক্রোবাসটি ওভারটেক করতে গেল রাস্তার পাশে ছিটকে পড়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

দুই মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন ও উপজেলা হাসপাতালে একজন মারা যান।  

আহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তিনটি গাড়িই জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে একজন চালক থাকতে পারেন ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর